fbpx
আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন

মার্কিন মিডিয়ার সঙ্গে সংঘাত, নতুন নিউজ চ্যানেল খুলতে পারেন ট্রাম্প

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে আমেরিকার একনম্বর কেবল্‌ নিউজ চ্যানেল ‘‌ফক্স নিউজ চ্যানেল’‌–এর উপর বেজায় খেপে উঠেছেন ডেনাল্ড ট্রাম্প। এতটাই খাপ্পা তিনি যে এবার নিজস্ব নিউজ চ্যানেল খোলার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। গত ১৮ বছরে ফক্স নিউজ বহু ঝড়ঝাপটা এবং উত্থানপতনের সাক্ষী থেকেছে এবং তা সত্ত্বেও নিজের শীর্ষ স্থান ধরে রেখেছিল। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান, এবার চ্যানেলটিকে তার এক নম্বর আসন থেকে সরাতে ট্রাম্প আদাজল খেয়ে লাগবেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, যেই প্রেসিডেন্ট হন না কেন ওই চ্যানেল নিজের দক্ষতাতেই নিজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখবে। ফক্স নিউজও অন্য চ্যানেলের মতোই বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প টুইট করে ফক্স নিউজের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ফক্স নিউজের ডেটাইম রেটিং পুরোপুরি ধসে পড়েছে, কারণ ওই চ্যানেলটি ভুলে গিয়েছে যে কে তাকে এতটা সফল বানিয়েছে। ২০১৬ এবং ২০২০–র ভোটের মধ্যে ফক্স নিউজের রেটিং–এর এই বিশাল তারতম্যের কারণ তারা তাদের সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে গিয়েছে, কটাক্ষ করেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, প্রেসিডেন্টের প্রতি বিশ্বাসী নয় ফক্স নিউজ। তাই সবাইকে নিউজম্যাক্স চ্যানেল ঘোরাতে বলেছেন ট্রাম্প। ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিস্টোফার রুডি প্রতিষ্ঠিত নিউজম্যাক্স সম্প্রতি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে

Related Articles

Back to top button
Close