গুরুত্বপূর্ণদেশহেডলাইন
মেডিক্যাল কলেজ থেকে কিছু দূরেই উদ্ধার ছাত্রীর মৃতদেহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল কলেজ থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই এক মেডিক্যাল ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। ২৫ বছর বয়সী মেডিক্যাল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় আগ্রায়।
ঘটনায় অভিযোগের তির এক চিকিৎসকের দিকে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযুক্ত ওই চিকিৎসককে আটক করেছে পুলিশ। জালাউনের এক চিকিৎসক ওই মেডিক্যাল ছাত্রীকে হুমকিও দিয়েছিলেন।
মৃতদেহ উদ্ধারের পর ও ছাত্রীর ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করার চেষ্টা করছে পুলিশ। গতকালই উত্তরপ্রদেশের ভাদোহি থেকে নিখোঁজ হয়ে যায় এক তরুণী।