fbpx
দেশহেডলাইন

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দেশে পড়াশোনা শেষ করা সম্ভব নয়: সুপ্রিম কোর্ট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: যুদ্ধবিধস্ত ইউক্রেন থেকে বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল ডাক্তারি পাঠরত পড়ুয়াদের। দেশে ফিরে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সকলেই। এবার হয়তো এদেশেই পড়ার সুযোগ মিলতে পারে, সেই রকম জল্পনাকল্পনা চলছিল। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলও কেন্দ্রের বিরুদ্ধে কম বিরুদ্ধে উগরে দেয়নি। এবার সেই সমস্ত জল্পনাকে সত্যি করেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ইউক্রেন থেকে ভারতে ফিরে আসা মেডিকেল পড়ুয়াদের এদেশে পড়াশোনা শেষ করার ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামার পরিপ্রেক্ষিতে এই কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে হলফনামায় বলা হয়, বিদেশে পাঠরত মেডিকেল পড়ুয়াদের এদেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনে কোন আইন নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবের তরফে এই হলফনামা জমা দেওয়া হয়েছে।

হলফনামায় মন্ত্রকের সচিব জানিয়েছেন, নিট পরীক্ষায় আশানুরূপ ফল না করা এবং সাধ্য না থাকা, এই দুই কারণে ভারতীয় পড়ুয়ারা বিদেশের মেডিকেল পড়তে যান। কেন্দ্রে দাবি, নিম্ন এবং মধ্য মেধার পড়ুয়াদের ভারতের স্বনামধন্য মেডিকেল কলেজগুলিতে ভর্তির ব্যবস্থা করে দিলে দেশে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার অবনতি হবে। গত ৬ সেপ্টেম্বর ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে হলফনামায়।

 

Related Articles

Back to top button
Close