১০,০০০ টাকা ত্রাণে দিল মেদিনীপুর আর্টিস্ট ফোরাম
ভাস্করব্রত পতি, তমলুক : লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর আর্টিস্ট ফোরাম। মঙ্গলবার দুপুরে ফোরামের একটি প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে আসেন। ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক।
ফোরামের পক্ষ থেকে জানানো হয় আগামীদিনে সৃজনশীল শিল্পের বিকাশ, শিল্পীদের স্বার্থ রক্ষা, প্রতিভাবান শিল্পীদের উৎসাহ প্রদানের পাশাপাশি তাঁরা সাধারণ মানুষের স্বার্থে সমাজসেবামূলক নানা কাজে ব্রতী হবেন। উল্লেখ্য, আর্টিস্ট ফোরামের এখনও সাংগঠনিক কাঠামোই তৈরি হয়নি। তবুও লকডাউনের মাঝেই টেলিফোনিক যোগাযোগেই তাঁরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এদিন ফোরামের পক্ষে উপস্থিত কল্যাণ কর, অরুন পাল, অচিন্ত্য মারিক, রাজীব দাস, মিলন পাল, আতাউল গাউস, দিব্যেন্দু সেনগুপ্ত, বিশ্বনাথ সিং, প্রশান্ত খাটুয়া, তারক পাইন, তনিমা বসু সহ অন্যান্যরা।