fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

১৪ ডিসেম্বর থেকেই চলবে মেদিনীপুর-খড়গপুর-হাওড়া রুটে একগুচ্ছ এক্সপ্রেস

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: লোকালের পর এবার একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে মেদিনীপুর খড়গপুর এবং হাওড়া শাখায়। সোমবার ১৪ ডিসেম্বর থেকে আদ্রা ডিভিশনে চলবে আরও সাত জোড়া ট্রেন।এর ফলে আরও সুবিধা ভোগ করতে চলেছেন এই রুটের যাত্রীরা। আবার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে কারণ প্যাসেঞ্জারের পরিবর্তে ট্রেনগুলি এক্সপ্রেস হয়ে যাওয়ায় বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,  ‘সোমবার হাওড়া-আদ্রা-বোকারো স্টিল সিটি স্পেশাল, হাওড়া-আদ্রা-চক্রধরপুর স্পেশাল, আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার, মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার, খড়্গপুর-আদ্রা-আসানসোল মেল/এক্সপ্রেস এবং খড়্গপুর-আদ্রা-গোমো মেল/এক্সপ্রেস ট্রেন এবং বোকারো স্টিল সিটি-রাঁচি প্যাসেঞ্জার চলবে। সেগুলির মধ্যে হাওড়া-বোকারো, হাওড়া-চক্রধরপুর, খড়্গপুর-আসানসোল, খড়্গপুর-গোমো ট্রেনগুলিকে মেল/এক্সপ্রেস হিসেবে চালু করা হচ্ছে।

তার ফলে স্বভাবতই বেশি ভাড়া গুণতে হবে। বাড়তি খরচ পড়বে নিত্যযাত্রীদের। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আমজনতার মধ্যে। একাংশের বক্তব্য, একে তো এতদিন পর পরিষেবা শুরু হচ্ছে, তারপরও করোনা ভাইরাস পরিস্থিতিতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। একইসঙ্গে অফিস টাইমে পুরুলিয়া থেকে আদ্রা এবং আদ্রা থেকে গোমোর মধ্যে ট্রেন ঘোষণা করা না হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

খড়্গপুর-গোমো যে সময় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আখেরে নিত্যযাত্রীদের কোনও লাভ হবে না বলেও ক্ষোভ তৈরি হয়েছে।

একনজরে ট্রেনের সূচি

 

১) হাওড়া-আদ্রা-বোকারো স্টিল সিটি-হাওড়া স্পেশাল :

হাওড়া থেকে – রাত ১২ টা ৫ মিনিটে বোকারো পৌঁছাবে সকাল ৮ টা ৪৫ মিনিটে।

আবার বোকারো থেকে রোজ ট্রেন ছাড়াবে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। হাওড়ায় পৌঁছাবে ভোর ৪ টে ৩০ মিনিটে।

 

২) হাওড়া-আদ্রা-চক্রধরপুর-হাওড়া স্পেশাল :

হাওড়া থেকে ছাড়বে রাত ১২ টা ৫ মিনিটে। চক্রধরপুর পৌঁছাবে সকাল ৯ টা ২০ মিনিটে।

আবার চক্রধরপুর থেকে রোজ ট্রেন ছাড়াবে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে। হাওড়ায় পৌঁছাবে ভোর ৪ টে ৩০ মিনিটে।

 

৩) আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার :

বেলা ১২ টা ৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে। আদ্রায় পৌঁছাবে দুপুর ১ টা ১০ মিনিটে।

আবার আদ্রা থেকে ট্রেন ছাড়বে দুপুর ২ টো ৪০ মিনিটে। তা আসানসোলে পৌঁছাবে বিকেল ৩ টে ৫৫ মিনিটে।

 

৪) মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার:

মেদিনীপুর থেকে প্রতিদিন সকাল ১১ টা ৪৫ মিনিটে  ছাড়বে। আদ্রায় পৌঁছাবে দুপুর ২ টো ২৫ মিনিটে। আবার থেকে আদ্রা থেকে রোজ সকাল ৮ টা ২০ মিনিটে ছাড়বে। মেদিনীপুরে পৌঁছাবে সকাল ১১ টা ২০ মিনিটে।

 

৫) খড়্গপুর-আসানসোল-খড়্গপুর মেল/এক্সপ্রেস:

প্রতিদিন খড়্গপুর থেকে ছাড়বে সকাল ৬ টা ২০ মিনিটে। আসানসোলে পৌঁছাবে সকাল ১১ টা ২১ মিনিটে।

আবার  আসানসোলে থেকে ছাড়বে বিকেল ৫ টা ৫ মিনিটে। খড়্গপুর পৌঁছাবে রাত ১০ টা ৫ মিনিটে।

 

৬)  খড়্গপুর-গোমো-খড়্গপুর মেল/এক্সপ্রেস :

খড়্গপুর থেকে প্রতিদিন ২ টো ২০ মিনিটে ছাড়বে। রাত ৯ টা ১৫ মিনিটে গোমোতে ঢুকবে।

আবার সকাল ৬ টা ২৫ মিনিটে গোমো থেকে ছাড়বে। তা দুপুর ২ টো ৫ মিনিটে খড়্গপুরে পৌঁছাবে।

 

৭) বোকারো স্টিল সিটি-রাঁচি-বোকারো স্টিল প্যাসেঞ্জার:

প্রতিদিন সকাল ৯ টায় বোকারো ছাড়বে। রাঁচি পৌঁছাবে বেলা ১২ টা ২০ মিনিটে। ফিরতি পথে রাঁচি থেকে ছাড়বে বিকেল ৩ টে ৫৫ মিনেটে। তা বোকারোয় পৌঁছাবে ৭ টা ১৫ মিনিটে।

 

দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী হাওড়া-আদ্রা-চক্রধরপুর / বোকারো, খড়গপুর গোমো, খড়গপুর আসানসোল লোকাল গুলিকে এক্সপ্রেসে উন্নীত করে ১৪ ডিসেম্বর থেকে চালানো হবে। অন্যদিকে এই রুটে একমাত্র মেদিনীপুর আদ্রা লোকালটিই লোকাল হিসেবে চলবে। ট্রেনগুলো পুরনো সময়সূচি অনুসারেই চলবে।

Related Articles

Back to top button
Close