রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের কর্মসূচিকে সামনে রেখে কোলাঘাটে সভা

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: তমলুক জেলা সাংগঠনিক মহিলা মোর্চার উদ্যোগে আগামী ২৪ নভেম্বর জেলা প্রশাসকের কাছে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে ডেপুটেশন। এই ডেপুটেশনকে সামনে রেখেই তমলুক জেলা সাংগঠনিক এলাকা অর্থাৎ নটি বিধানসভাতেই প্রস্তুতি বৈঠক চলছে। মহিলা নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা ঐদিনের কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার জন্য সকাল-বিকাল বৈঠকের খামতি রাখতে চাইছেন না। কোলাঘাট মন্ডল ৩-এর উদ্যোগে নিজস্ব পার্টি অফিসে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠক।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির কোষাধক্ষ্য বিজন মিত্র, জেলার অন্যতম নেতা ও পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের জোন কনভেনার আশিস মণ্ডল, কোলাঘাট মন্ডল ৩ এর সভাপতি বিবেক চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য মন্ডল, কোলাঘাট মন্ডল ৩এর মহিলা পদাধিকারী শম্পা মাইতি, নীলিমা কুন্ডু, সাধনা দত্ত,সহ ব্লক স্তরের নেতৃত্ব। এক সাক্ষাৎকারে কোলাঘাট মন্ডল ৩-এর সভাপতি বিবেক চক্রবর্তী বলেন, মহিলা মোর্চার কর্মসূচি সফল হবেই। মহিলাদের নানা সমস্যার কথা যখন পাড়ায় পাড়ায় কর্মী-সমর্থকরা গিয়ে বলছে তখন মহিলারাই উৎসাহ ভরে ঐদিনের কর্মসূচিতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে। কেবল কোলাঘাট মন্ডল ৩ পক্ষ থেকে সভা নয়, পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের ১, ২, ৪ মন্ডলের পক্ষ থেকেও প্রচারের খামতি রাখা হচ্ছে না ঐদিনের কর্মসূচিকে সামনে রেখে।