প্রাক্তন ১৫০ জন মাওবাদীদের জন্য চাকরির দাবিতে ঝাড়গ্রামে সভা

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো জঙ্গলমহলের মাওবাদীরা বন্দুক ছেড়ে মুলস্রোতে ফিরেছে। এবং মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন মুলস্রোতে ফিরলে তাদের চাকরি দেওয়া হবে এবং তারা পুলিশের হয়ে বন্দুক ধরুক। সেই মতো অনেক মাওবাদীরা বন্দুক ছেড়ে আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরেছে। অনেকেই মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরিও করছেন। কিন্তু অনেক মাওবাদী নেতারা ৯ বছর আগে আত্মসমর্পণ করেও এখনো কোনো মুখ্যমন্ত্রীর সেই প্যাকেজে অন্তর্ভুক্ত হতে পারেনি।
শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিরিহাঁড়ি গ্রামে মাওবাদী নেতা উমাকান্ত মাহাতোর শহীদবেদির নিচে প্রাক্তন মাওবাদী নেতারা মিটিং করলো। ঝাড়গ্রাম জেলার যারা এখনো মুখ্যমন্ত্রীর দেওয়া সেই প্যাকেজ পাননি এরকম প্রায় ১৫০ জন প্রাক্তন মাওবাদীরা শুক্রবার এক জায়গায় জড়ো হয়ে মিটিং করে। তাদের মধ্যে অনেকে জয়ন্ত স্কোয়াড, অনেকে আকাশের স্কোয়াড, অনেকে কিষানজির স্কোয়াড, অনেকে শশধরের স্কোয়াড আবার অনেকে সুচিত্রা মাহাতোর স্কোয়াডের হয়ে কাজ করত। তারা বন্দুক ছেড়ে মুলস্রোতে ফিরলেও তারা এখনো কোনো চাকরি পাননি। কিন্তু তাদের ডিআইবি ফেরিফিকেশনও হয়ে গেছে।
তাদের অনেকে জেল খেটেছেন, আবার অনেকে কেস লড়ছে। তাদের দাবি, চাকরি দিলে সবাইকে দেওয়া হোক নয়তো যে কজনকে চাকরি দেওয়া হয়েছে তাদেরকেও চাকরি থেকে বাদ দেওয়া হোক। কারন আমরা সবাই একসাথে কাজ করেছি। তাই শুক্রবার প্রাক্তন মাওবাদীরা চাকরির দাবিতে ওই সভা করেন বলে এক প্রাক্তন মাওবাদী জানান।