পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপির নবদ্বীপ সাংগঠনিক জোনের বৈঠক সারলেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সম্পাদক বিনোদ তাওড়ে

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: দায়িত্ব পাওয়ার পরই বৃহস্পতিবার নবদ্বীপ জোন নিয়ে বৈঠক সারলেন বিনোদ তাওড়ে। আজ দুপুরে দলের নদিয়া জেলা দক্ষিণ সদর কার্যালয়ে নবদ্বীপ সাংগঠনিক জোনের বৈঠকে পৌরহিত্য করেন এই জোনের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব বিনোদ তাউড়ে।
আরও পড়ুন: সঞ্চিত অর্থ শেষ, পেটে ভাত নেই…ব্যবসা পুনরায় চালুর দাবিতে স্টেশনে বিক্ষোভ হকারদের
বিনোদবাবুর সফর সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী। নবদ্বীপ জোনের অধীন সাতটি বিধানসভা এলাকার সম্পাদক ও সভাপতিদের নিয়ে আজকের এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধানসভা ভোটের প্রস্তুতি বিষয়ক আলোচনা প্রাধান্য পায়।