পশ্চিমবঙ্গহেডলাইন
রঘুনাথগঞ্জে জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে

কৌশিক অধিকারী, জঙ্গিপুর: জামাইকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে । ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পুলিশ জানিয়েছে মৃত নাম এনাবুল সেখ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুকুরবোনা এলাকায় এনাবুল সেখ (৩২) নামে এক ব্যক্তির ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার সকালে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনের অভিযোগ, গত কয়েকদিন ধরে ছেলেটির স্ত্রীর সঙ্গে ঝগড়া অশান্তি চলতে থাকে, যার ফলে মেয়েটির পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে ছেলেটিকে মারধর করে এবং গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা । এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।