করোনা আবহে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

কৃষ্ণা দাস, শিলিগুড়ি : শিলিগুড়ির নিউজলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা দেখতে পেয়ে স্থানীয়রা ত্রিপল চাপা দিয়ে গায়ের আগুন নিভিয়ে দেয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। কি কারনে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে। ওই ব্যাক্তিকে স্থানীয়রা দাজু বলেই ডাকে। দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশান ও সংলগ্ন এলাকায় চা বিক্রি করে দিন অতিবাহিত করে, তার কেউ নেই। একাই নিউজলপাইগুড়ি স্টেশানে থাকেন ও চা বিক্রি করে কেনোক্রমে দিনপাত করেন। সোমবার সকালে আচমকাই নিউ জলপাইগুড়ি স্টেশানের মুল গেটের সামনে গায়ে কেরোসিন ঠেলে আগুন লাগিয়েই পড়ে যান। তার মাথাও ফেটে যায় তাতে। আগুন লাগিয়ে চিৎকার পর্যন্ত করেন নি তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে কেউ এগিয়ে এসে আগুন নেভাবার সাহস দেখায় নি।
এক ট্যাক্সি চালক তার গাড়িতে রাখা ত্রিপল চাপা দিয়ে তার গায়ের আগুন নিভিয়ে দেয় ততক্ষনে তার শরীরের প্রচুর অংশ পুড়ে যায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। রেল পুলিশ এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানীরা জানান, তার কেউ নেই। একাই স্টেশানে থাকে আর চা বিক্রি করে পেট চালায়। তবে করোনা আবহে তার চা বিক্রি একেবারেই হচ্ছিল না৷ এক প্রকার না খেয়েই দিন কাটছিল। স্থানীয়দের অনুমান অভাবের তাড়নায় মানসিক অবসাদে আত্মহত্যা করে থাকতে পারে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানড় পুলিশ।