fbpx
কলকাতাহেডলাইন

কয়লাপাচার কাণ্ডে আজ মেনকার ইডির অফিসে হাজিরা, অভিষেকের মামলার শুনানি সুপ্রিম কোর্টে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কয়লাপাচার কাণ্ডে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর তলব করেছে ইডি। প্রথমে তাকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলা হলেও হাইকোর্টের নির্দেশে তাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’টি মামলার শুনানির রায় দেবে সুপ্রিম কোর্ট।

গত ২ সেপ্টেম্বর অভিষেককে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। ম্যারাথন জেরা শেষে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূল কারুর কাছে মাথা নত করবে না।

বস্তুত, কয়লাপাচার মামলায় অভিষেককে দিল্লিতে তলব করে ইডি। সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। তবে দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে যায় অভিষেকের আবেদন। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ। সেই মামলাতেই আজ ফের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি।

চিকিত্‍সার জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে আদালতে মামলায় লড়ছেন কপিল সিব্বল। তবে ইতিমধ্যই এর বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। আজ সেই মামলাও শুনতে সম্মত হয়েছে শীর্ষ আদালত।

 

Related Articles

Back to top button
Close