fbpx
দেশহেডলাইন

কোভিড পূর্ববর্তী অর্থনীতির ব্যাখ্যা কী ‘ভগবানের দূত’? নির্মলাকে খোঁচা চিদম্বরমের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অর্থনীতির দুর্দশা ও জিএসটি আদায়ের হাল বোঝাতে নির্মলা সীতারামন বলেছিলেন, ‘ভগবানের মার’ বা ‘অ্যাক্ট অব গড’। তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে কম কটাক্ষ শুনতে হয়নি দেশের অর্থমন্ত্রীকে। নির্মলাকে ‘‌ঈশ্বরের দূত’ আখ্যা দিয়ে চিদম্বরমের প্রশ্ন, সরকারের পরিকল্পনার অভাবে করোনার আগের তিন বছর কীভাবে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, সে ব্যাপারে আলোকপাত করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?‌

করোনা পরিস্থিতির কারণে প্রবল ঘাটতি দেখা দিয়েছে জিএসটি আদায়ে। প্রায় আড়াই লক্ষ কোটি কারার কম জিএসটি আদায় হয়েছে। এপ্রিল থেকে জুন মাসের হিসেবে এই ধাক্কা খেয়েছে। পুরোটাই ভগবানের কর্ম বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারামন। সম্প্রতি পশ্চিমবঙ্গ–সহ বেশ কয়েকটি রাজ্য জিএসটি বাবদ কেন্দ্রের কাছে নিজেদের পাওনা টাকার ব্যাপারে দরবার করে। তারপরই বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পৌরহিত্যে ৪১তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসে। সেই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, করোনাকে ‘‌অ্যাক্ট অব গড’‌ বা ঈশ্বরের কীর্তি বলে আখ্যা দেন। পাশাপাশি বলেন, এই করোনার কারণেই জিএসটি আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। আর এই মহামারীর কারণেই দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি হিসেব পেশ করে জানান, করোনার ধাক্কায় চলতি অর্থবর্ষে জিএসটি ঘাটতি ২.৩৫ লক্ষ কোটি টাকায় দাঁড়াবে। আর সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলিকে দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছে GST কাউন্সিল।

সরাসরি নির্মলা সীতারামনকে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁকে ‘ভগবানের দূত’ বলে আক্রমণ করেছেন তিনি। চিদাম্বরমের মতে মহামারীর অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করছে মোদি সরকার। ২০২০ সালের আগে থেকেই দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়েছে। ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ পর পর তিন অর্থবর্ষেই ভয়ঙ্কর দশা তৈরি হয়েছে দেশে। ‘‌ঈশ্বরের দূত’‌ দয়া করে বলবেন?‌’‌’‌‌‌

আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি: প্রধানমন্ত্রী

নির্মলা সীতারামনের এই ‘দৈবদুর্বিপাক’ মন্তব্য নিয়ে শুধু চিদম্বরমই নয়, কংগ্রেসের অন্য নেতারাও কটাক্ষ করেছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি ও সাংসদ রাহুল গাঁধী শুক্রবার বলেছিলেন, সরকারের তিন ভুল— নোটবন্দি, ভ্রান্ত জিএসটি এবং ব্যর্থ লকডাউনের জেরেই অর্থনীতির এই হাল। কোভিড-লকডাউনের ক্ষত সামলাতে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ টেনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের কটাক্ষ ছিল– দেশের অর্থনীতি ‘পরমাত্মা নির্ভর’। আবার সোশ্যাল মিডিয়াতেও কার্যত ট্রোলড হয়েছেন নির্মলা।

 

 

 

 

Related Articles

Back to top button
Close