
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মেসি-নেইমার জুটি একসঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন বার্সায়।তারপর বার্সা ছেড়ে প্যারিস সাজায় চলে যান নেইমার, এবার বার্সিলোনা ছেড়ে প্যারিস সাঁজায় যেতে পারেন লিও।সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা নেইমারের বক্তব্যে শুরু হয়েছে জল্পনা। ২০১৩ থেকে ২০১৭ অবধি একসঙ্গে খেলা সতীর্থের উদ্দেশে নেইমার বলেন, ‘আমি চাই ওর সঙ্গে আবার খেলতে, খেলাটা উপভোগ করতে। আগামী বছর আমাদের এটা করতেই হবে।’ পুরনো সতীর্থের সঙ্গে ফের জুটি বাঁধতে আগামী বছর মেসি কি তবে পাড়ি দেবেন প্যারিসে? তেমন কোনও খবর এখনও না পাওয়া গেলেও, মেসির বার্সিলোনা ছাড়ার সম্ভবনা প্রবল।
২০১৭ সালে স্পেন ছেড়ে নেইমার পাড়ি দেন প্যারিসে। আর মেসি ২০০১ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সিলোনাতে আসেন। ১৬ বছর বয়সে ক্লাবে অভিষেক ঘটে তাঁর। দীর্ঘ ১৬ বছর তিনি বার্সিলোনার হয়ে খেলে চলেছেন। সেই সম্পর্ক এবার ভাঙতে পারে বলে আশঙ্কা। এই মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। তা অবশ্য সম্ভব হয়নি। আগামী মরসুমে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তখন যে কোনও ক্লাবে সই করতে কোনও বাধা থাকবে না।