fbpx
খেলাহেডলাইন

কোয়ার্টার ফাইনালে বার্সা, স্বর্গীয় গোলে নাপোলিকে উড়িয়ে স্বমেজাজে আবির্ভাব ‘কিং-লিও’র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ তিনি চেনালেন  তিনি আজও ফুটবল বিশ্বে এক ও অদ্বিতীয়। জার্সি গায়ে তিনি যে তুখোড়, ফের একবার প্রমাণ করলেন লিওনেল মেসি৷  জোরালো সম্ভবনা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেই বিদায় নেবে কাতালান জায়ন্টরা৷ বাস্তবে তা হল না। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের গড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল বার্সা৷ কোয়ার্টার ফাইনালে তাদের সামনে বায়ার্ন মিউনিখ৷

দ্বিতীয় লেগের খেলার ফল ৩-১৷ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে বার্সা৷ ১০ মিনিটে লেঙ্গলেটের গোলে এগিয়ে যায় তারা৷ এরপর ২৩ মিনিটে মেসির গোলটি একেবারে স্বর্গীয়৷ রাকিটিচ-সুয়ারেজের থেকে বল যায় রাইট উইঙ্গে থাকা মেসির কাছে৷ তারপর বিপক্ষের পাঁচ থেকে ছটি প্লেয়ার তাঁকে ঘিরে ধরলেও তাঁর গোল করা আটকানো সম্ভব হয়নি৷ দুরন্ত গোল করে দলকে ২- ০ গোলের লিড করিয়ে দেন তিনি ৷

এদিকে প্রথমার্ধের সংযুক্ত সময়ে বার্সা -নাপোলি ২ টি দলই একটি করে গোল করে ৷ সংযুক্তি সময়ের ১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ৷ আর ৫ মিনিটের সংযুক্তি সময়ে নাপোলির হয়ে পেনাল্টি থেকে গোল করেন ইনসাইন৷

এদিনের ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ ও টানটান থাকলেও দ্বিতীয়ার্ধে অবশ্য গোলমুখ খুলতে পারেনি কেউই৷ খেলা শেষ হয় ৩-১ গোলে৷ এবার কোয়ার্টার ফাইনালে বার্সার সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ৷

Related Articles

Back to top button
Close