fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

অগ্নি সুরক্ষা বাড়াতে উদ্যোগী মেট্রো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রৌয় অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল। মেট্রোরেক, স্টেশনসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ৫০০ টি অতিরিক্ত ফায়ার এক্সিটিঙগুইশার রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে জরুরী প্রয়োজনে আগুন নেভাতে তা কাজে লাগানো যায়।

আরও পড়ুন: মিলল গুপ্তধনের সন্ধান! ১,১০০ বছর পুরনো ঘড়াভর্তি সোনার মোহর উদ্ধার

লকডাউনের এই সময়ে ১০০ টি পুরো মুখ ঢাকা যায় এমন মাস্ক ও ১০০ হেলমেট বিভিন্ন স্টেশনে রাখা হয়েছে। স্টেশন কর্মীদের আগুন নেভানোর যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২০৭ জন মেট্রো কর্মীকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইন্সস্টিটিউটে প্রশিক্ষিত করা হয়েছে।

  আরও পড়ুন: সনিয়াতেই আস্থা! কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী থাকছেন রাজীব পত্নী

Related Articles

Back to top button
Close