
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর আরপিএফের তৎপরতায় উদ্ধার হল যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্র। গত ৩ নভেম্বর যতীনদাস পার্ক স্টেশনে প্ল্যাটফর্মের চেয়ারে একটি দাবিহীন ওয়ালেট দেখতে পান জনৈক আরপিএফ কর্মী।
তিনি ওয়ালেটটি উদ্ধার করে স্টেশন মাস্টারের ঘরে জমা করেন। এরপর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হয় উপযুক্ত প্রমাণ দিয়ে ওয়ালেটটি নিয়ে যাওয়ার জন্য। কী ছিল ওয়ালেটে? আধার কার্ড, ভোটার আইডি,২ টি এটিএম কার্ড, ৫ টি হেল্থ কার্ড এবং নগদ টাকা। একজন পুরুষ যাত্রী এসে সব প্রমাণ দেখিয়ে ওয়ালেটটি নিয়ে যান।