
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে যাত্রী চাপ সামাল দিতে আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা। ৮ মিনিটের ব্যবধানে চলবে মেট্রোগুলি। বাড়ানো হলো শেষ মেট্রোর সময়ও।
মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এখন সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১২২টি মেট্রো চলাচল করে। আগামী সোমবার (১২ অক্টোবর) থেকে এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬। বর্তমানে দমদম হোক বা কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত আটটা। এবার সেই সময়টাকে আরও আধঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৮ টায়।
আর নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে রাত ৮টা ২৫ মিনিটে। তবে এই নিয়ম বহল থাকলে স্রেফ সোম থেকে শনিবার পর্যন্ত। পাশাপাশি রবিবারও (১৮ অক্টোবর) মেট্রোর সংখ্যা বাড়াল কর্তৃপক্ষ। বর্তমানে রবিবার ৫৮টি মেট্রো চলাচল করে। এবার সেই সংখ্যা বেড়ে হবে ৬৪টি। সকাল ১০.১০ থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিষেবা মিলবে। রবিবার নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮.২৩ মিনিটে।