
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর আরপিএফের তৎপরতায় বৃহস্পতিবার ফের জনৈক যাত্রী দামি জিনিসপত্র সহ ফেলে যাওয়া ব্যাগ ফেরত পেলেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টা নাগাদ কালিঘাট স্টেশনের আরপিএফ কর্মী একটি ফেলে যাওয়া ব্যাগ পান ,তার ভিতরে ৪ টি এইচডিএমআই ও সমসংখ্যক অ্যাডাপ্টার ছিল। তিনি ব্যাগটি স্টেশন ম্যানেজারের ঘরে জমা দেন। কিছুক্ষণ পরে জনৈক ব্যক্তি স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে ব্যাগ হারানোর বিষয়ে জানান। উপযুক্ত প্রমাণ দেখানোর পরে তাঁকে ব্যাগটি ফেরত দেওয়া হয়।