গুরুত্বপূর্ণদেশহেডলাইন
অপেক্ষার দিন শেষ, শুরু হল মেট্রো পরিষেবা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার দিন শেষ হল। দীর্ঘ ৫ মাস পর ফের চলতে শুরু করল মেট্রো। তবে কলকাতায় নয়, নয়াদিল্লি ও হরিয়ানার কয়েকটি বিশেষ শহরে শুরু হল মেট্রো পরিষেবা। হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকাল ৭ টা থেকে চালু হয়েছে মেট্রো। ঘোষণা মতো, কন্টেনমেন্ট জোনের স্টেশনগুলিতে মেট্রো থামবে না। যাত্রীদের তাদের স্মার্টফোনগুলিতে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনে চলছে তাপমাত্রা পরীক্ষা।
কেন্দ্রীয় নির্দেশিকার ভিত্তিতে দিল্লি, নয়ডা, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, মুম্বাই লাইন -১, জয়পুর, হায়দরাবাদ, কলকাতা, গুজরাত, এবং উত্তর প্রদেশের মেট্রো কর্তৃপক্ষ মেট্রো চালানোর প্রস্তুতি নিয়েছে। তবে মহারাষ্ট্রে এমাসে শুরু হবে না মেট্রো পরিষেবা।