পুজোর রাতে কি মিলবে মেট্রো পরিষেবা! কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে কলকাতাবাসী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সামনেই বাঙালীর সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। করোনা আবহে সমস্ত পরিস্থিতি পালটে গেছে। এবছর আর আগের মতো উন্মাদনা নেই। উৎসবের আমেজ এবার আগের চেয়ে অনেক ম্লান। পুজো উদ্যোক্তারাও তাদের বাজেট কেটে কাটছাঁট করেছে। তবে পুজো মানে ঠাকুর দেখার একটা বিষয় থাকে। পুজোর মেট্রোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তবে পুজোর আগে চলতে পারে মেট্রো। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তবে একটা আশার আলো দেখা যাচ্ছে।
আরও পড়ুন: দীর্ঘ ৬ মাস পরে আজ ৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ গেছে। সেই নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছে তারা। তবে থাকছে নিয়মাবলী। যাত্রীদের সকলের স্মার্টকার্ড, স্মার্ট ফোন ও তাতে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। কোনও টোকেন বা কাগজের টিকিট থাকবে না। বিকাল ৪টে থেকে ভোর ৪টে অবধি এই পরিষেবা মিলতে চলতে পারে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। ট্রেন মিলবে ১০ থেকে ১৫ মিনিট অন্তর। তাই ওই চারদিন সকালে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। দশমীতে পরিষেবা নাও মিলতে পারে। এখন যেমন রবিবার মেট্রো বন্ধ থাকছে ঠিক তেমনি দশমীতে পরিষেবা বন্ধ থাকতে পারে। শেষ ট্রেন উভয় প্রান্ত থেকে রাত ৩টের সময় ছাড়বে। ভোর ৪টের মধ্যে সব পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে সব কিছুই মেট্রো কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।