
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাদাখে চিনা সঙ্ঘর্ষের জেরে কেন্দ্রীয় সরকার চিনকে ভাতে মারার কৌশল নিয়েছে। ইতিমধ্যেই বিএসএনএল ও ভারতীয় রেল চিনের দুটি সংস্থার চুক্তি বাতিল করেছে। আর এটাই ভাবাচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে। কারণ মেট্রোর নতুন এসি রেকের মধ্যে একটিমাত্র রেক এসেছে চিন থেকে, এখনও ১৩টা এসি রেক আসার কথা। কিন্তু এই পরিস্থিতিতে সেগুলো আসবেতো! কপালে ভাঁজ মেট্রো কর্তাদের। কলকাতা মেট্রোর জন্য চিনের ডালিয়ান কোম্পানির ১৪ টি অত্যাধুনিক রেক সরবরাহ করার কথা। গত মার্চে জাহাজে একটি রেক এসেছে। সেই রেকটির ট্রায়াল রান চলছে। এখন প্রশ্ন যদি চিনের ডালিয়ান কোম্পানির বাকি রেকগুলো বর্তমান পরিস্থিতির জেরে না আসে তাহলে মেট্রোর সব এসি রেক চালানোর পরিকল্পনা ধাক্কা খাবে।
আর পড়ুন: আমফানের ত্রাণ বণ্টনে ব্যাপক কারচুপি, ৫ বিডিওকে শোকজ করল রাজ্য সরকার
সূত্রের খবর, মেট্রো ৪০টি এসি রেকের জন্য বিভিন্ন সংস্থার কাছে বরাত দিয়েছে। এরমধ্যে ১৬ টি আইসিএফকে, ১৪ টি চিনা সংস্থা সিএনআর ডালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানি, বাকি ১০ টিও আরএক চিনা সংস্থা সিএনআরসি ঝুঝৌ লোকোমোটিভ কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। এরমধ্যে ডালিয়ান থেকে একটিমাত্র রেক এসেছে। বর্তমান পরিস্থিতিতে চিন থেকে আদৌ বাকি রেকগুলো এসে পৌঁছবে কি না তা নিয়ে সংশয়ে মেট্রো কর্তৃপক্ষ।