
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার জেরে লকডাউন পর্বে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ সেরেছে মেট্রো। তারমধ্যে নোয়াপাড়া- বারাসত ভায়া বিমানবন্দর প্রকল্পের কাজ রয়েছে তেমনি দমদম স্টেশনেও একটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। দমদমে ‘ইনক্লাইন্ড প্লেট’ পরিবর্তন করা হয়েছে। এরফলে দমদম আপ প্ল্যাটফর্ম থেকে নোয়াপাড়া ওয়াই সাইডিঙয়ে রেক পরিবর্তন অনেক সহজ হলো। আগে প্রযুক্তি গত কারণে এই লাইন বদলে সময় একটু বেশি লাগতো। একইরকমভাবে লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন স্টেশনে যাত্রী সহায়ক বিভিন্ন পরিকাঠামোগত কাজ করছে মেট্রো।
সম্প্রতি চাঁদনী চক স্টেশনে পুরনো এস্কেলেটর বদলে নতুন এস্কেলেটর বসানো হয়েছে। আগামী সপ্তাহে সেটি চালু হবে। ইলেকট্রিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ প্রচেষ্টায় কালীঘাট ও যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে খুব শিগগিরই আরো দুটো নতুন এস্কেলেটর বসানো হবে।