লকডাউন সত্বেও স্কুলের জন্য মিড ডে মিলের চাল, ডাল, আলু, সাবান বিতরণ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: লকডাউন সত্বেও স্কুলের জন্য মিড ডে মিলের চাল, ডাল, আলু, সাবান বিতরণ বসিরহাট পৌরসভা। বসিরহাট পৌরসভায় হাইস্কুল, প্রাইমারি স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র, চাইল্ড লেবার স্কুল সহ মোট ৭৫ টা স্কুল আছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৬ হাজার ৪৮২ জন। তাদের জন্য মিড ডে মিলের সবরকম ব্যবস্থা করা হয়েছে। আনলক ফ্রি আগস্টের প্রথম দিন থেকে তাদের খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল ৬ ই আগস্ট থেকে প্রত্যেক ছাত্রকে এক কেজি আলু, ১ কেজি কাঁচা ছোলা, একটি করে সাবান প্রত্যেকের হাতে তুলে দেয়া হবে।
একদিকে লকডাউন চলছে, অন্যদিকে করোনা ভাইরাসের জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলমুখী হতে পারছে না। তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই খাদ্য সমগ্রী প্যাকেটে করে সামাজিক দূরত্ব মেনে তাদের হাতে তুলে দেয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও।