fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষকদের দেওয়া বিডিওর চিঠি ঘিরে বিতর্ক

মিল্টন পাল,মালদা:  মিড ডে মিল নিয়ে শিক্ষকদের চিঠি। আর এই প্রধান শিক্ষকদের দেওয়া বিডিওর চিঠি ঘিরে বিতর্ক। মিড ডে মিলের চালের বস্তা ফেরতের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেন গাজলের বিডিও। আর এই নির্দেশে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

মিড ডে মিলের বস্তা শিক্ষদের ফেরতের জন্য নির্দেশিকা জারি করে গাজোল বিডিও। চিঠি পাওয়া মাত্র এক শিক্ষ জানান,আমরা শিক্ষকতা করতে আসি। সেখানে কিছু কিছু শিক্ষক মিডডে মিলের দ্বায়িত্ব দেওয়া হয়। সেখানে একজন শিক্ষককে বস্তা হাতে নিয়ে বিডিও অফিসে জমা দেবে এটা কখনো সম্ভব নয়। আমরা গোটা বিষয়টি নিয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো। এই নির্দেশিকা প্রত্যাহার করতে হবে।

জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বিডিও শিক্ষক সমাজকে এই চিঠি দিয়ে অপমান করেছে। যারা কাটমানি নেয় তাদের কিছু হয়না। কিন্তু যারা সমাজ গড়ার কাজ করছে তাদের এই নির্দেশ দিয়ে অপমান করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা উচিত।

[আরও পড়ুন- সল্টলেক এনআইএ অফিসে কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স-এর আধিকারিকরা]

বিজেপির কথায় গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন,শিক্ষকদের দেওয়া বিডিওর চিঠিটি অত্যান্ত অপমান জনক। কেন বিডিও এই চিঠি দিল ইতিমধ্যে আমাদের তৃণমূলের শিক্ষাসেল এর প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি জেলাশাসকের খতিয়ে দেখতে বলা হয়েছে কেন বিডিও এই ধরনের চিঠি দিলেন।

এই বিষয়ে গাজলের বিডিওর উষ্ণতা মোক্তান কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলও মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, চিঠিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা উচিত হয়নি। চিঠিতে কেন এই ধরনের ভাষা ব্যবহার করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related Articles

Back to top button
Close