fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রবিবাসরীয় শীতের সকালে পরিযায়ীদের কলরবে খুশির সুর ঝাড়গ্রামে

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: শীত আশার মুখেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কেচন্দা বাঁধে পরিযায়ী পাখির দল ভিড় জমায় । সারাবছর পরিযায়ী পাখিদের দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন। আর পরিযায়ী পাখির দল আসার পর কেচন্দা বাঁধে পর্যটকদের ঢল নামে।কিন্তু পরিযায়ী পাখিদের আসা যাওয়া বন্ধ হয়নি। শীতের মুখে পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে ওই এলাকায় আসে এবং যখন শীত শেষ হতে যাচ্ছে ঠিক সেই সময় ওই এলাকা থেকে তারা আবার ভিনদেশে উড়ে চলে যায়। তাই এবারও ব্যাতিক্রম নয়, সারাবছর পরিযায়ী পাখিদের কলরব শোনার জন্য মুখিয়ে থাকেন ওই এলাকার বাসিন্দারা।

রবিবার সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল আসতে শুরু করায় খুশির হাওয়া স্থানীয় বাসিন্দাদের মনেও। তবে পাখিগুলির যাতে কেউ ক্ষতি না করতে পারে তার জন্য এলাকার বাসিন্দারা সতর্ক রয়েছেন।নজর রাখছেন কেচন্দা বাঁধের উপর। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পরিযায়ী পাখির দল। যার ফলে খুশি এলাকার বাসিন্দারা, সেইসঙ্গে খুশি ঝাড়গ্রাম জেলায় বেড়াতে আসা পর্যটকরা।

Related Articles

Back to top button
Close