fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাংলা থেকে অসম, বাড়ি ফিরতে ‘লং মার্চ’ পরিযায়ী শ্রমিকদের

সুমিত কার্যী, আলিপুরদুয়ার:  বাড়ি ফেরার তাগিদে বোলপুর থেকে সাত দিন ধরে হেঁটে বাড়ি ফিরছেন দুই শ্রমিক। দুজনেই অসমের বাসিন্দা। তাদের দাবি, যেখানে কাজ করত সেখানে টাকা পয়সার অভাব এছাড়াও নানাবিধ সমস্যা।

জানা গিয়েছে, সেখান থেকে রীতিমতো সাতদিন ধরে পায়ে হেঁটে অবশেষে আলিপুরদুয়ারের সোনাপুর পুলিশ ফাঁড়ির সেখানে এসে পৌঁছেছে। পায়ে হেঁটে আসায়  সোনাপুর ফাঁড়ির পুলিশ  তাদের সোনাপুরে থার্মাল স্কিন করায়।  তারপর সোনাপুর থেকে আলিপুরদুয়ার অসম পথের দিকে রহনা দেয় তারা।  তাঁদের হাতে কিছু খাওয়ার সামগ্রিক জিনিস তুলে দেওয়া হয়  পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

Related Articles

Back to top button
Close