রাজস্থানে রওনা দিল বাংলায় থাকা পরিযায়ী শ্রমিক
মনোজ চক্রবর্তী, হাওড়া: করোনার জেরে লকডাউনের মধ্যে বাংলায় আটকে থাকা রাজস্থানের বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা অবশেষ জয়পুরের উদ্দেশ্যে রওনা দিল ট্রেনে চেপে। রবিবার দুপুর দুটো নাগাদ দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিল শালিমার -জয়পুর স্পেশাল ট্রেনটি। এই ট্রেনে ১৬০৮ জন পরিযায়ী শ্রমিককে টিকিট দেওয়া হলেও ট্রেন ছাড়ার মুহূর্তে দেখা যায় যাত্রীদের সংখ্যা অনেক কম। কিন্তু কি কারণে যাত্রী সংখ্যা কম তা জানা যায়নি।
উল্লেখ্য, এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই পরিযায়ী শ্রমিকদের আসতে বলা হয়। এরপর সেখান থেকেই রাজ্য সরকারের বাসে নিয়ে আসা হয় শালিমার স্টেশনে। সেখানে তাদের থার্মাল গান দিয়ে শারীরিক পরীক্ষার পরে খাবার এবং জল দেওয়া হয়। এরপর দূরত্ব রেখে রেলের কর্মীরা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারকে ট্রেনের আসনে বসিয়ে দেন। পুরো বিষয়টি সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়। তবে বাড়ি ফিরতে পেরে খুশি ভিন রাজ্যের ওই যাত্রীরা।
উল্লেখ্য লকডাউন ঘোষণার পর এই প্রথম শালিমার স্টেশন থেকে কোনও যাত্রীবাহী ট্রেন ছাড়লো।তবে এদিন বেশ উৎসাহের সঙ্গেই রেলকর্মীরা কাজ করলেন ।