fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

বাবলু ব্যানার্জি ,কোলাঘাট:  করোনার জের দীর্ঘ প্রায় ছ’মাস ঘরবন্দি পরিযায়ী শ্রমিকরা । অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। একগুচ্ছ বঞ্চনার অভিযোগ নিয়ে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভে শামিল হল মঙ্গলবার। দীর্ঘদিন ঘরে বসে থাকা শ্রমিকদের মূল দাবি গুলির মধ্যে ছিল সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন তৈরীর মাধ্যমে পরিচয় পত্র প্রদান করতে হবে। যত দিন না শ্রমিকরা কাজে যোগ দেয় না দেয়, দিন ফুড কুপনের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে ৫০ জন যুবক বিজেপিতে যোগদান করলেন কোলাঘাটে

জব কার্ড প্রদান, ভাতা প্রদান সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত শাখার পক্ষ থেকে প্রধান ও সচিব এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হল। আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অচিন্ত্য মন্ডল, দীপক ঘাটা, বরুণ মাইতি প্রমূখ। বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিমাংশু নায়েক দাবিগুলির যৌতিকতা শিকার করে আগামী দিনে বিষয়গুলি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button
Close