মন্তেশ্বরের বিডিও অফিসে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা, কালনা: ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার ১০০ দিনের কাজ ও খাদ্য দ্রব্য অনুমোদন করলেও মন্তেশ্বর ব্লকের পরিযায়ীদের একটা অংশ সেই পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগ তুলে বুধবার মন্তেশ্বরের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা।
পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় যে যার মত করে নিজের রাজ্যে ফিরে এসেছে। এইদিন তারা অভিযোগ তোলেন সরকারের দেওয়া কোনও পরিষেবাই এখনো তারা পায়নি। স্বাভাবিক কারণেই তারা সমস্যার মধ্যে রয়েছেন। বর্তমানে কোনও আয় না থাকার কারণেই তাদের পরিবার কঠিণ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে বলে তাদের দাবি।
তাই এইদিন তারা পরিষেবার বিষয়ে সঠিক তথ্য জানতে আসেন মন্তেশ্বর ব্লক অফিসে। কয়েকশো পরিযায়ী শ্রমিক ব্লক আধিকারিক কে তাদের সমস্যার কথা জানালেও তারা কোনো সদুত্তর পাননি বলে ক্ষোভ উগড়ে দেন।সরকারি অনুমোদন ঠিকঠাক না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে এইদিন হুঁশিয়ারিও দেন তারা।এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি ব্লক আধিকারিকের নিকট।