দাসপুরে বন্দুক দিয়ে পরিযায়ী পাখি শিকার, গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি,দাসপুর: পাখি মারা বন্দুক সংগ্রহ করে এলাকার জলাশয়ে উপস্থিত পরিযায়ী পাখিদের শিকার করে বন্যপ্রাণী আইনে গ্রেফতার যুবক। গ্রামবাসীরা এই খবর জানতে পেরেই বন্দুকসহ যুবককে তুলে দেয় বনদফতরের হাতে। বন্যপ্রাণী আইনে আটক বন্দুকসহ যুবক।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার খাঞ্জাপুর মনোহরপুর গ্রামে।স্থানীয় যুবক শেখ সাইফুল রবিবার একটি পাখি মারা বন্দুক নিয়ে গ্রামের মাঝে থাকা বড় জলাশয়ে পরিযায়ী পাখি শিকার করছিল। পাখি মারা বন্দুক নিয়ে নির্মমভাবে ওই পাখি শিকার করতে দেখে গ্রামবাসীরা বাধা দেয়। বাধা না শুনলে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে। এরপরে খবর দেওয়া হয় স্থানীয় সুলতান নগর বনদফতরের অফিসে। বনদফতরের কর্মীরা বন্দুকসহ ওই যুবককে আটক করে নিয়ে যায়। ধৃত যুবকের নাম শেখ সাইফুল।
আরও পড়ুন: আমিই জিতেছি: ডোনাল্ড ট্রাম্প
সুলতান নগর বিট অফিসার বিশ্বনাথ মুদিকোড়া জানান, ওই যুবককে বন্দুকসহ আটক করা হয়েছে। মৃত পাখি উদ্ধার হয়েছে যুবকের কাছ থেকে। পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হচ্ছে তাকে।