জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন মিহির গোস্বামী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দির্ঘ জল্পনার অবসান। গেরুয়া শিবিরে যোগ দান করলেন মিহির গোস্বামী। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে যোগদান মিহিরের। এদিন তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, নিশীথ প্রামাণিক। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন মিহির গোস্বামী।
Delhi: Mihir Goswami joins Bharatiya Janata Party after resigning from Trinamool Congress, in the presence of BJP National General Secretary Kailash Vijayvargiya.#WestBengal pic.twitter.com/pnY06v0jR4
— ANI (@ANI) November 27, 2020
বিজেপিতে যাওয়ার পর মিহিরবাবু বলেন, বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ অবহেলিত। তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাই আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করে আগামী দিনে উন্নয়ন করতে পারব। সেই কারণেই আজ বিজেপিতে যোগদান করলাম।
বেশ কিছুদিন ধরেই মিহিরবাবুকে নিয়ে চর্চা চলছিল রাজনৈতিক মহলে। কিছুদিন আগে তাঁর বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু তাতেও বরফ গলেনি। মিহির বাবু তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। গতকাল ফেসবুক পোস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। অবশেষে সেটাই ঘটল। এদিন তৃণমূল ছাড়লেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী।