
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সাতসকালেই গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। সেনা জঙ্গি সংঘর্ষে কাঁপল শ্রীনগরের কাছে রণবীরগড় এলাকা। জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনও পর্যন্ত ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এনকাউন্টার এখনও চলছে।
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এখনও পর্য্নত ২ জঙ্গির মৃত্যু হয়েছে।
কাশ্মীর পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান শুরু হয় রণবীরগড় এলাকায়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই অভিযান চালায় সিআরপিএফ ও সেনাবাহিনী। একটি সন্দেহজনক এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। খুব সকালে ওই অভিযান শুরু পর থেকেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই গুলির লড়াই শুরু হয়ে যায়।