করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তারপরেই তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। এর পরই সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরাকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে মন্ত্রীর। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী স্বপন দেবনাথ৷ আপাতত করোনাকে জয় করে সুস্থ তিনি।
আরও পড়ুন:মন্দিরের মূল অংশ ভেঙে মসজিদ! শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার শুনানি শুরু আজ থেকে
মন্টুরামবাবু২০০১ সালে কাকদ্বীপ-নির্বাচনক্ষেত্র থেকে বিধানসভায় প্রথম নির্বাচিত হন। ওই কেন্দ্র থেকে ২০১১ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। এরপর ২০১৩ সালে একেবারে মন্ত্রী হন তিনি। সে সময় দুর্নীতির অভিযোগে শ্যামল মণ্ডলকে সরিয়ে মন্টুরামকে সুন্দরবন উন্নয়ন দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।