fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

করোনামুক্ত হতে এবার হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী সুজিত বসু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে ছিলেন রাজ্যের মন্ত্রী দমকল সুজিত বসু। এবার ভালো চিকিৎসা পেতে হাসপাতালে ভর্তি হলেন তিনি। এর আগেও তিনি জানিয়েছিলেন তার শারীরিক কোনও সমস্যা নেই। বাড়িতেই চিকিৎসা চলছে তার।
তবে এবার চিকিৎসকের পরামর্শ মেনে এবার ইএম বাইপাসের ধারে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে সূত্রে খবর।

জানা যায়, দমকল মন্ত্রী সুজিত বসুর পরিচারিকা করোনা আক্রান্ত হন। এরপরেই নির্দিষ্ট বিধি মেনে পরিবারের সকলের স্বাস্থ্য পরীক্ষা চলছিল। সেই পরীক্ষাতেই এই রিপোর্ট সামনে আসে। তাতেই জানা যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত। তবে এখনও পর্যন্ত তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই দেখা যায়নি। সে কারণে এতদিন আপাতত বাড়িতেই আইসোলেশনে ছিলেন মন্ত্রী। তবে একে একে করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলেও। তাই এবার হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী।

তাঁর আরোগ্য কামনায় কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে তাঁর সব শুভানুধ্যায়ীরা খোঁজ নিয়েছেন।

Related Articles

Back to top button
Close