পশ্চিমবঙ্গহেডলাইন
নাবালিকা অপহরণ, গ্রেফতার যুবক

রুদ্র নারায়ন রায়, হাবড়া: উত্তর ২৪ পরগনা হাবড়া এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো হাবড়া থানার পুলিশ। সূত্রের খবর গত গত ৪ তারিখ হাবড়া আক্রামপুর এলাকার এক নাবালিকাকে অপহরণ করে গোপালনগর থানার নহাটার বাসিন্দা সুখেন সুতার।
আরও পড়ুন: টানটান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের দাবি মেনে জর্জিয়ায় ফের ভোট গণনা!
এরপরই, নাবালিকার পরিবারের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, হাবড়া থানার পুলিশ অভিযুক্ত সুখেন কে গোপালনগর বাজার থেকে গ্রেফতার করে। অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়েছে।