fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সংখ্যালঘু-মতুয়া ও এসসি ভোট মূল ফ্যাক্টর, উত্তর সোনারপুর কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

মোকতার হোসেন মন্ডল: আগামী ২০২১ নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর সোনারপুর কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে। যদিও সংখ্যালঘু-মতুয়া ও এসসি প্রভাবিত এই কেন্দ্রে শাসক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ও অতীত নির্বাচনী ফলে অনেকটা এগিয়ে রয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রটি রাজপুর সোনারপুর পৌরসভার ১ থেকে ৭ এবং ২৫ থেকে ৩৩ নং ওয়ার্ডগুলি নিয়ে গঠিত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়লেও এটি বৃহত্তর কলকাতার অংশ। সোনারপুর উত্তর বরাবরই সিপিএমের শক্তগড়। বারবার চেষ্টা করেও লাল ঝান্ডার কাছে হেরেছে সবাই। কিন্তু ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের কাছে হারে সিপিএম। তারপর ফের সবুজের সঙ্গে টক্কর হয় লালের। জয়ী হয় বামফ্রন্ট। কিন্তু লাল- সবুজের লড়াইয়ে ২০১১ থেকে এককভাবে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস।

২০১৬ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফেরদৌসি বেগম ১০১৯৩৯ ভোট পেয়ে জয়ী হয়। সিপিএমের জ্যোতির্ময়ী সিকদার ৭৭০৫৯ ও বিজেপির সত্যব্রত দত্ত ১৫২১৮ ভোট পান। ২০১৯ লোকসভায় তৃণমূল কংগ্রেস এখানে ফের চমক দেয়। তবে লালবাহিনীর জায়গায় দ্বিতীয় স্থানে উঠে আসে গেরুয়াবাহিনী।

বিগত লোকসভা নির্বাচনে সোনারপুর উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ১০০১৬৭ ভোট পায়। বিজেপি ৬৭৭৯৬ ও সিপিএম ৪১১৫৯ ভোট পায়। বিজেপির এই উত্থান অনেককে অবাক করেছিল। রাজনৈতিক মহলের মতে,বামেদের একটা অংশের ভোট বিজেপিতে গিয়েছে। তবে আগামী ২০২১ সালের নির্বাচনে বাম-কংগ্রেস জোট ভালো ফল করতে পারে বলে অনেকের ধারণা।

স্থানীয় এক নাগরিক জানান, সোনারপুর উত্তর কেন্দ্রে সবদিক দিয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল। আর সিপিএম-কংগ্রেসের পায়ের তলায় আগের সেই মাটি নেই। গড়িয়ার একজন বাসিন্দা জানান, এখানে মতুয়া,সংখ্যালঘু ও এসসি ভোট খুব গুরুত্বপূর্ণ। এনআরসি একটা ইস্যু হতে পারে। বাংলাদেশ থেকে বহু মতুয়া এসেছে, তাদের নাগরিকত্বের প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ।

তবে ভিতরে ভিতরে জমি তৈরি করছে বামেরা। মানুষের পাশে থাকার চেষ্টা করছে। বিজেপিও লোকসভায় ভালো ফল করে উজ্জীবিত। কিন্তু বিগত বিধানসভা, লোকসভা সহ একাধিক নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে তৃণমূল এখানে বড় ব্যবধানে এগিয়ে। কিন্তু অনেকে মনে করেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয়না। ফলে তৃণমূলের খুশি হওয়ার বিশেষ কারণ নেই। কিন্তু আগামী বিধানসভায় সোনারপুর উত্তর কেন্দ্রে শেষ হাসি কে হাসবে? জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে একুশের ফলের দিকে।

২০১৬ বিধানসভার ফল

তৃণমূল কংগ্রেস: ১০১৯৩৯
সিপিএম: ৭৭০৫৯
বিজেপি: ১৫২১৮

২০১৯ লোকসভার ফল

তৃণমূল কংগ্রেস: ১০০১৬৭
বিজেপি:৬৭৭৯৬
সিপিএম: ৪১১৫৯

Related Articles

Back to top button
Close