পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁকসায় কারখানায় ডাকাতির আগেই পুলিশের জালে ৬ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

জয়দেব লাহা, দুর্গাপুর: কারখানায় ডাকাতির আগেই পুলিশের জালে ধরা পড়ল সশস্ত্র ডাকাত দল। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও চার রাউন্ড কার্তৃজ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁকসা শিল্পতালুক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা কাঁকসা ও দুর্গাপুর কোকওভেন থানা এলাকার বাসিন্দা। ঘটনায় জানা গেছে, মঙ্গলবার রাত্রে দুর্গাপুর লাগোয়া কাঁকসা শিল্পতালুকে একটি কারখানায় ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল। ওই সময় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ফাঁদ পাতে। তখনই সশস্ত্র ডাকাত দলের ছ’জন ধরা পড়ে। বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, “ধৃতদের কাছে ১ টি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”