ডেবরার একটি হাইস্কুলে ৭টি আলমারি ভেঙে নগদ টাকা চুরি করলো দুষ্কৃতীরা, চাঞ্চল্য এলাকায়

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ডেবরার একটি হাইস্কুলে ৭টি আলমারি ভেঙে চুরি করলো দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর খানামোহন অঞ্চলের পাঁচগেড়্যা হাই স্কুলে।
মাঝরাতে স্কুলের সাতটি আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি কিছু কাগজেরও লোপাট করার চেষ্টা করা হয়েছে। খবর পাওয়ার পর শনিবার দুপুরে পুরো বিষয়টি খতিয়ে দেখে ডেবরা থানার পুলিশ। কি কি খোওয়া গিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ওই স্কুলের সভাপতি-কালিপদ মাইতি জানিয়েছেন ” শনিবার মাঝরাতে স্কুলের প্রায় সব আলমারিগুলো ভাঙ্গা হয়েছে। কী কী খোয়া গেছে এখনো পর্যন্ত তা সঠিক জানা যায়নি, নগদ কিছু টাকা এবং জরুরী কিছু কাগজপত্র ফাইল খোওয়া গেছে। পুলিশে খবর দেয়া হয়েছে ডেবরা থানার পুলিশের এসে তদন্ত করছে।” এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।