fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপিতে যোগদান কর্মসূচির মঞ্চ ভেঙে দিল দুষ্কৃতীরা, জগন্নাথপুরে চাঞ্চল্য

শ্যামলকান্তি বিশ্বাস, রানাঘাট: বিজেপির জগন্নাথপুরের সভা ঘিরে সাজো সাজো রবে মেতে উঠেছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকাটি। আজকের এই নয়া কর্মী যোগদানের সভা ঘিরে সপ্তাহকাল ব্যাপী নদিয়া জেলা দক্ষিণের ৩৮ নং জেড, পি-র কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছিল। হঠাৎ আজ সকালে ছন্দপতন। গতকাল গভীর রাতে কে বা কারা মঞ্চের এক অংশ ভেঙে দিয়ে এলাকার পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করে। অভিযোগের তীর, তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যুবনেতা উজ্জ্বল বিশ্বাস। সকাল থেকেই উজ্জ্বলবাবুর নেতৃত্বে ফের মঞ্চ মেরামতির কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: দখলে উইসকনসিন….. সাদা বাড়ির দখল নিতে কি আরও একধাপ এগোলেন বাইডেন!

দুপুর তিনটে থেকে আজকের নয়া কর্মী যোগদান সভায় বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোহম্মদ আলি হোসেন সহ নদিয়া জেলা দক্ষিণের সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী ও সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিত থাকার কথা আছে। ৩৮ নং জেড পি-র জননেতা এক্স,ডি,সি(সীমান্ত রক্ষী বাহিনী)সুনীল কুমার বিশ্বাস জানালেন, প্রায় পাঁচ শতাধিক সংখ্যালঘু পরিবার, আজকের এই সভামঞ্চ থেকে বিজেপি পরিবারে যোগদান করবেন।

Related Articles

Back to top button
Close