fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ফের বর্ধমান শহরে সোনার দোকানে ঢুকে বহু গহনা লুঠ করে পালালো দুষ্কৃতীরা 

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: খরিদ্দার সেজে সোনার গহনার দোকানে ঢুকে দশটি সেনার হার,কয়েকটি আংকটি, মঙ্গলসূত্র সহ বেশকিছু গহনা লুঠ করেনিয়ে পালালো দুস্কৃতি দল ।সোমবার দুপুরে গহনার দোকানে দুস্কৃতি হানার এই ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের জনবহুল পার্কাসরোড সংলগ্ন এলাকায় । এই ঘটনা জানাজানি হতেই শহরের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায় । ততক্ষণে দুই দুস্কৃতী বাইকে চেপে নাগালের বাইরে চলে যায় ।হন্যে হয়ে পুলিশ দুস্কৃদের খোঁজ চালাচ্ছে ।

দোকান মালিকের মেয়ে দীপান্বিতা দত্ত জানিয়েছেন ,এদিন তিনি দোকানে ছিলেন । দুপুর তিনটে নাগাদ দোকানে এসে হাজির হয় দুই যুবক । তাদের কারুর মুখে মাস্ক ছিলনা। দুই যুবক একে অপরের সঙ্গে হিন্দি ভাষায় কথাবার্তা বলছিল।প্রথমে তারা লকেট দেখানোর কথা বলে ।পরে অন্য নানা গহনা দেখানোর কথা বলে সময় কাটিয়ে যায় ।
তারইমধ্যে তারা একটার পর একটা গয়না হাতিয়ে নেয় ।সেগুলির বেশকয়েকটি অর্ডারের গহনা ছিল।দীপান্বিতা বলেন ,
যুবকদের অসৎ উদ্দেশ্য টের পাবার পরেই তিনি চিৎকার শুরু করেদেন। সাধ্যমতো তাদের বাধা দেবারও চেষ্টা করেন ।কিন্তু দুস্কৃতীরা রীতিমতো ফিল্মি কায়াদায় সোনার গহনা নিয়ে দোকান থেকে বেরিয়ে বাইকে চেপে দ্রুত চম্পট দেয় । দুস্কৃতিরা বাইকটি তাঁদের দোকানের সামনেই দাঁড় করিয়ে রেখেছিল বলে দীপান্বিতা জানিয়েছেন ।

বর্ধমানের ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী বলেন , দীপান্বিতা দত্তর মুখথেকে সবকিছু শুনে তিনি বর্ধমান থানায় খবর দেন। বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্ব পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করে । তবে ওই গহনার দোকানে সিসি ক্যামেরা না থাকায় দুস্কৃতিদের এখনও চিহ্নিত করা যায়নি । দুস্কৃতিদের হদিশ পেতে পুলিশ শহরের অন্য সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে ।

কয়েকমাস আগেই বর্ধমান শহরের বি সি রোডে একটি স্বর্ণ-ঋণদানকারী সংস্থায় ৩০ কেজির বেশী সোনার গহনা লুঠ করে নিয়ে পালায় সশস্ত্র দুস্কৃতি দল ।বাইকে চেপে পালানোর সময়ে ওই দুস্কৃতীরা গুলি চালিয়ে একজনকে জখম করে । সিআইডি তদন্ত চালিয়ে গেলেও এখনও ওই ঘটনায় জড়িত মূল দুস্কৃতি ও লুঠ হওয়া সোনা উদ্ধার হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন ফের সোনার গহনার দোকানে দুস্কৃতি হানায় আতঙ্ক বেড়েছে বর্ধমানের ব্যবসায়ীদের ।

Related Articles

Back to top button
Close