fbpx
দেশহেডলাইন

রাজধানীতে বিজেপি নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজধানীতে বিজেপি নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোমবার সকালে জুলফিকার কুরেশি নামের ওই বিজেপি নেতাকে মসজিদের সামনেই গুলি করা হয় ৷ তিনি RTI নিয়েও কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷

             আরও পড়ুন: আমলাদের দুর্নীতি সরকারের মুখ পোড়াচ্ছে, টুইটে তোপ ধনকরের

এছাড়া জুলফিকার কুরেশির ছেলেকেও চাকু দিয়ে কোপানো হয় বলে অভিযোগ । সূত্রের খবর, কুরেশি তাঁর ছেলেকে নিয়ে নন্দ নগরীর এক মসজিদ থেকে সকালের নমাজ় পড়ে বের হচ্ছিলেন ৷ সেই সময় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি করে ৷ ঘটনাস্থানেই কুরেশির মৃত্যু হয়। কুরেশির ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ওই দুষ্কৃতীকে খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ পুলিশের তরফে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

Related Articles

Back to top button
Close