প্রকাশ্যে দিবালোকে মহিলার গলা থেকে হার ছিনতাই দুষ্কৃতীদের

প্রদীপ্ত দত্ত, সিউড়ি : সিউড়িতে একের পর এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা। শুক্রবার দুপুরের দিকে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল প্রকাশ্যে দিবালোকে। ঘটনাটি ঘটে সিউড়ির সুভাষপল্লী এলাকায় ।
সুভাষপল্লীর বাসিন্দা সুমনা দত্ত জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে মটরসাইকেলে বাজার করে ফিরছিলেন । তিনি পিছনে বসে ছিলেন। তাদের পিছু পিছু দুই যুবক মটরসাইকেলে করে আসছিল। বাড়ির কাছেই একটি বাম্পারে তাদের মটরসাইকেল স্লো হতেই ওই দুইজন যুবক মটরসাইকেলে ঝড়ের গতিতে এসে তাঁর গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । তাঁর স্বামি চোর চোর বলে চিৎকার করে ধাওয়া করলেও তাদের আর ধরতে পারেননি।
এরপরই তিনি সিউড়ি থানায় হার ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন । সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের দ্রুত ধরা হবে । ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বাড়ায় সিউড়ি শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দিনের বেলাতেও শহরের মধ্যে দুস্কৃতিরা দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন এদের দৌরাত্ম্য থামাতে ব্যর্থ হচ্ছে। প্রশ্ন উঠছে শহরের বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে।