fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শিলিগুড়ি থেকে ফিরল বেলঘরিয়ার নিখোঁজ ছাত্র

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: শেষ পর্যন্ত ২ দিন নিখোঁজ থাকার পর নিজেই বৃহস্পতিবার সকালে বেলঘরিয়ার আড়িয়াদহে নিজের বাড়িতে ফিরে এল ডাক্তারি পড়ুয়া ছাত্র রক্ষিত মিত্তল । মঙ্গলবার বরানগরের আলম বাজারে শ্যামের মন্দিরে পুজো দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই ছাত্র ।
বৃহস্পতিবার সকালে সে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে মা কবিতা দেবীকে ফোন করে বলে সে শিলিগুড়িতে চলে গিয়েছিল । সেখান থেকে বাসে করে ফিরে এসেছে । এরপর ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রের বাবা অশোক মিত্তল নিজে গিয়ে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনে । ডাক্তারি পড়ুয়া ওই ছাত্র বাড়ি ফিরে জানায়, তার পড়াশোনা আশানুরূপ হচ্ছিল না । সেই কারনে মানসিক অবসাদের কারনে একাই সে প্রথমে হাইওয়ে ধরে মুর্শিদাবাদ জেলাতে পৌঁছায় । সেখানে তার স্কুটি গরম হয়ে যায়, তাই রাস্তাতেই স্কুটি ও হেলমেট ফেলে বাসে করে শিলিগুড়ি পৌঁছে যায় । এরপর নিজেই ফের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় । শিলিগুড়ি থেকে বাসে করে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছায় । ওই ছাত্রের বাবা অশোক মিত্তল বলেন, “পড়াশোনার চাপ নিতে না পেরেই ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল । এখন ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞ ও নিজেই ফিরে এসেছে ।”

Related Articles

Back to top button
Close