পশ্চিমবঙ্গহেডলাইন
তেহট্ট মহকুমার নাগরিক বৃন্দের দাবি পূরণে কল্পতরু বিধায়ক গৌরী শংকর দত্ত

শ্যামল কান্তি বিশ্বাস, তেহট্ট : বিধায়ক কল্যাণ তহবিল থেকে সাড়ে আট লক্ষ অর্থ বরাদ্দে তেহট্ট মহকুমা এলাকার নাগরিকবৃন্দের দীর্ঘ দিনের দাবি আধুনিক পরিষেবা সম্বলিত শান্তির নীড় শ্মশান উদ্বোধন সহ একটি শববাহী যান,বৈতরণী দান করলেন বিধায়ক গৌরী শংকর দত্ত।
বিধায়ক তথা দক্ষ সংগঠক, জননেতা গৌরী শংকর দত্ত, অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, এই মহতী কর্মকাণ্ডে নিজেকে সামিল করতে পেরে গর্বিত মনে হচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নে সব সময় নিজেকে এলাকাবাসীর সঙ্গে থাকার আশ্বাস ও দেন তিনি। তেহট্ট ১ নং ব্লকে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম ঘটে। স্থানীয় বিডিও, পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দের উপস্থিতি চোখে পড়ে অনুষ্ঠানে। বিধায়ক তহবিল থেকে ১১ লক্ষ টাকা ব্যায়ে শববাহী যান বৈতরণী তুলে দেন বিধায়ক গৌরী শংকর দত্ত, এলাকাবাসীকে।