fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লকডাউনে সংকট, প্রতিভাবান জিমন্যাস্ট ও বক্সারদের পাশে বিধায়ক

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: লক ডাউনের জেরে থমকে খেলোয়াড়দের জীবনও। সংকটে আসানসোলের রূপনারায়ণপুরের জাতীয় স্তরের তিন প্রতিশ্রুতিবান খেলোয়াড়ও।এই সমস্যার সময়ে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এই তিন খেলোয়াড়ের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি বিধায়ক তুলে দিলেন প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী।

জানা গিয়েছে, এদের মধ্যে একজন  হল রুপনারায়ণপুরের মহাবীর কলোনির বাসিন্দা নেহা সাউ জেলা ও রাজ্যস্তরের বক্সিং চ্যাম্পিয়ন। নেহার বোন নিশা সাউ জেলা ও রাজ্য স্তরের জিমনাস্টিক খেলোয়াড়। অন্যজন হলো ডাবর মোড়ের বাসিন্দা ঐশ্বরিয়া সাউ। সে রাজ্যস্তরের জিমনাসটিক প্লেয়ার। জেলা স্তরে চ্যাম্পিয়ান হওয়ার পাশাপাশি এরা সকলেই রাজ্যের হয়ে জাতীয় খেলাতেও অংশ নিয়েছেন।

জানা গিয়েছে, এদের বাইরে প্রশিক্ষণ চলছিলো। কিন্তু লক ডাউনের কারণে তারা বাড়িতে চলে এসে চরম সমস্যায় পড়েছে। তিনজনের পরিবার তেমনভাবে আর্থিক স্বচ্ছল নয়। তাই তারা বাড়িতে সুষম ও প্রোটিন জাতীয় খাবার পাচ্ছিলো না। তাতে তাদের খেলোয়াড় জীবনে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেই খবর পেয়ে  বিধায়ক বিধান বাবু তাদের পাশে এসে দাঁড়ান। বিধায়ক তাদেরকে আশ্বাস দিয়ে বলেন, খেলা সহ অন্যান্য ক্ষেত্রে তাদের কোনও সমস্যা হলে তাকে যেন দ্রুত জানানো হয়।
সরাসরি বিধায়কের হাত থেকে সহযোগিতা ও পাশে দাঁড়ানোর আশ্বাস পেয়ে আপ্লুত নেহা-নিশারা।

Related Articles

Back to top button
Close