সব জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটির পুরসভার প্রশাসক পদে বসছেন বিধায়ক নির্মল ঘোষ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: একেতো জেলা তৃণমূলের চেয়ারম্যান তিনি আবার বিধানসভার মুখ্য সচেতক। বেশ কিছুদিন ধরে পানিহাটির পৌরসভার প্রশাসক পদে কে বসবেন তা নিয়ে চর্চা চলার পর বুধবার স্থীর হয় ৩৫ আসন বিশিষ্ট পানিহাটি পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নির্মল ঘোষ।
এদিন দুপুরেই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে পানিহাটি পুরসভায় চিঠি পাঠানো হয় এবং পুরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো পুরসভা পুর প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিগত প্রায় দেড় বছর পুরপ্রধান ছাড়াই প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালিত হচ্ছে। প্রথমে স্থানীয় মহকুমা শাসক প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছিলেন।
সম্প্রতি মহকুমা শাসকের জায়গায় রাজ্যের বাকি পুরসভাগুলির মতই এই পুরসভাতেও প্রশাসক মণ্ডলী গঠন করে প্রাক্তন পুরপ্রধান প্রয়াত স্বপন ঘোষকে পুরপ্রশাসকের পদে বসানো হয়েছিল। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই স্বপনবাবু করোনায় আক্রান্ত হয়ে পড়েন। বেশ কয়েকদিন করোনার সঙ্গে যুদ্ধ চালিয়ে চলতি মাসের প্রথম দিকে করোনার কাছে হার মানেন এবং মৃত্যু হয় স্বপন ঘোষের। তার এই অকালমৃত্যুর পরে ফের প্রশাসক পদে শূন্যতা তৈরি হয়। তারপরেই ওই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা কম হয়নি। জল গড়িয়েছে অনেক দূর।
সূত্রের খবর, প্রশাসক পদে বসা নিয়ে বিধায়কের মেয়ে ও ছেলের মধ্যে রীতিমত দ্বন্দ্ব তৈরি হয়। শেষে এদিন জানিয়ে দেওয়া হয় পুরসভার প্রশাসক হচ্ছেন স্থানীয় বিধায়ক জেলা তৃণমূলের চেয়ারম্যান নির্মল ঘোষ।
এ বিষয়ে নির্মল ঘোষ বলেন, ‘খুব শীঘ্রই দায়িত্বভার নেব। দলনেত্রী বাড়তি যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করব’।