বিধায়ক সমীর কুমার পোদ্দারের হাত তৃণমূলে যোগদান

শ্যামলকান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: বিধায়ক সমীর কুমার পোদ্দারের হাত ধরে পাঁচ শতাধিক বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। হাঁসখালি থানা এলাকার মামজোয়ান গ্ৰাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা রতন বিশ্বাস ও ভারতীয় জনতা যুব মোর্চার আঞ্চলিক নেতা রঞ্জন বিশ্বাসের নেতৃত্বকে সামনে রেখে তারা এই যোগদানের ধারা অব্যাহত রাখলেন।
আরও পড়ুন:ষষ্ঠী থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির, কোভিড বিধি মেনে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে ভক্তরা
বিধায়ক তথা জননেতা সমীর কুমার পোদ্দার, অনুষ্ঠান মঞ্চ থেকে নবাগত কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সাদরে বরণ করে নেন। বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কারণ হিসাবে রতন বিশ্বাস ও রঞ্জন বিশ্বাসের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, দলে তারা দীর্ঘদিন উপেক্ষিত, তাছাড়া ইদানীং নানাপ্রকার মতভেদ শুরু হয়েছে। ফলে ওই দলে আর থাকা সম্ভব নয়। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মকাণ্ডে অনুপ্রাণিত হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেখেই তাদের এই সিদ্ধান্ত।