করোনাকে জয় করে বাড়ি ফিরবেন বিধায়ক উদয়ন গুহ, খুশি পুরসভার কর্মী ও এলাকার বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। শিলিগুড়িতে ১১ দিন চিকিৎসা পর রবিবার তিনি ফিরবেন।তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক উদয়ন গুহ সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে খুশি দলের কর্মী সমর্থকদের পাশাপাশি তার শুভাকাঙ্খীরা ছাড়াও পুরসভার কর্মী ও পুর এলাকার বাসিন্দারা।
জানা গেছে করোনা ভাইরাসকে পরাস্ত করে বিধায়ক উদয়ন গুহ দিনহাটা এলে তাকে নানা ভাবে স্বাগত জানাবে দলের কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ গত ২১ শে জুলাই করোনা সংক্রমিত হয়। পরের দিন ২২ শে জুলাই বুধবার তাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য করোনা সংক্রমিত হতেই সেই দিনই তিনি নিজের ফেসবুক ওয়ালে তিনি করোনা সংক্রমিত বলে উল্লেখ করেন। এবার সুস্থ হওয়ার পর ফের তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেন ” নেগেটিভ রিপোর্ট নিয়ে পজিটিভ মানসিকতায় ফিরে আসছি।”
এদিকে উদয়ন গুহ সুস্থ হয়ে ফিরে আসার খবরে খুশি দলের তৃণমূল নেতা বিশু ধর, পুরসভার প্রাক্তন কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী বলেন মারণ এই রোগ নানাভাবে থাবা বসাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। আই রোগে সংক্রমিত হয়ে শিলিগুড়িতে বে সরকারি একটি নার্সিং হোমে ১১ দিন চিকিৎসাধীন ছিলেন পুর প্রশাসক বিধায়ক উদয়ন গুহ। করোনাকে জয় করে ৬৭ বছর বয়সে তিনি সুস্থ হয়ে ফিরলে এই যোদ্ধাকে স্বাগত জানান হবে।