ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও অস্থায়ী শিক্ষকদের ধস্তাধস্তি মালদায়

মিল্টন পাল,মালদা: পুলিশ ও অস্থায়ী শিক্ষকদের ধস্তাধস্তি। বুধবার পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চ মালদা জেলা কমিটির ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি ও ব্যারিকেড ভেঙে দেওয়ার অভিযোগ শিক্ষা কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক।
জানা গিয়েছে, সমকাজে সমবেতন সহ দশ দফা দাবিতে বুধবার জেলাশাসকের নিকট ডেপুটেশন জমা দিতে আসেন মালদা জেলার চুক্তি ভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষা কর্মীরা। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন কয়েক হাজার শিক্ষা কর্মীরা। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের। এমনকি পুলিশ ব্যারিকেড ভেঙে জেলা প্রশনিক ভবনে ঢোকার চেষ্টা করে। যদিও পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের সদস্য মহিদুল ইসলাম জানান,চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীরা সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তাই এদিন স্থায়ী করন,পেনশন,সমকাজে সম বেতন সহ দশ দফা দাবিতে ডেপুটেশন দিয়েছি জেলা প্রশাসনিক ভবনে। সংগঠনের ডাকে ১১ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীকে কাছে দাবি-দাওয়া পত্র তুলে দেওয়া হয়।নিজেদের অধিকার আদায়ে গণতন্ত্রিক ভাবে আন্দোলন করেছে কর্মীরা। তাতে পুলিশ ব্যরিকেড ভাঙতে পারে।
যদিও গোটা ঘটনা নিয়ে জেলা শাসক রাজর্ষী মিত্র বলেন,পাঁচ জনের ডেপুটেশনে আসার কথা। সেখানে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে ডেপুটেশন গ্রহন করা হয়।