পশ্চিমবঙ্গ
হাইকোর্টের আইনজীবীদের উদ্যোগে আয়োজিত হল ভ্রাম্যমান রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সামাজিক দূরত্ব মেনে কলকাতা হাইকোর্টে পালিত হল ভ্রাম্যমান রক্তদান শিবির।
শুক্রবার কলকাতা হাইকোর্টের ই গেটের সামনে তৃণমূল আইনজীবী সেলের আয়োজিত ভ্রাম্যমান রক্তদান শিবিরে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য সহ ৪০ আইনজীবী এদিন রক্ত দেন।
করোনা রোধে লকডাউন পরিস্থিতিতে রাজ্যে ব্ল্যাড ব্যাঙ্ক গুলোতে রক্তের অভাব দেখা দিচ্ছে। থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, হিমোফিলিয়া, গর্ভবতী মহিলা সহ বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিদিনই রক্তের প্রয়োজন। বর্তমান পরিস্থিতি এমন চলতে থাকলে রক্ত সংকট আরও বড় আকার নেবে তাই তা পূরণের জন্যই হাইকোর্টের তৃণমূল আইনজীবী সেলের এই শিবিরের আয়োজন করা হয়েছে জানা গিয়েছে আইনজীবী সেলের তরফে।